IQNA

শহীদ প্রেসিডেন্টের বাড়িতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপস্থিতি

20:28 - May 23, 2024
সংবাদ: 3475492
ইকনা: বিপ্লবের সর্বোচ্চ নেতা আজ ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহীম রায়িসির বাড়িতে গিয়েছেন।

বিপ্লবের সর্বোচ্চ নেতা আজ ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহীম রায়িসির বাড়িতে গিয়েছেন।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আজ ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ শহীদ ইব্রাহীম রায়িসির পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের কথা বলেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই সাক্ষাত অনুষ্ঠানে বলেন: শহীদ প্রেসিডেন্টকে তাঁরা ইসলামী বিপ্লবের শ্লোগানের মূর্ত প্রতীক বলে মনে করতেন। সেইসাথে তার প্রতি জনগণের ভক্তিকে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে বিশ্বের প্রতি একটি বার্তা হিসেবে বর্ণনা করেন।

ওই বৈঠকে শহীদ রায়িসির স্ত্রী হোজ্জাতুল-ইসলাম-ওয়াল-মুসলিমিন"এলম-আল-হুদা, তার সন্তান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। ইসলামী বিপ্লবের নেতা প্রেসিডেন্ট রায়িসির মৃত্যুকে দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।

শহীদ প্রেসিডেন্ট রায়িসির পরিবারের সঙ্গে সর্বোচ্চ নেতার সাক্ষাৎ

প্রেসিডেন্টের শেষ বিদায় অনুষ্ঠান ও জানাযায় মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে বিশেষ করে যেসব বিদেশি অতিথি এসেছিলেন তাদের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন: ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে বিশ্বের কাছে এটি একটি বার্তা বহন করে। বার্তাটি হলো: ইসলামী প্রজাতন্ত্রের জনগণের শেকড় এবং শক্তি ইরানের সমাজ ও জাতির অনেক গভীরে প্রোথিত।

সাক্ষাৎ শেষে ইসলামী বিপ্লবের নেতা শহীদ প্রেসিডেন্ট রায়িসির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্য কামনা করেন।

captcha