IQNA

আল-আকসা মসজিদে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের প্রবেশ

20:45 - October 15, 2024
সংবাদ: 3476186
ইকনা- দখলদার ইহুদিবাদী বাহিনীর সমর্থনে কয়েক ডজন ইহুদিআল-আকসা মসজিদের আঙিনায় প্রবেশ করেছে।

মঙ্গলবার, জর্ডান নদীর পশ্চিম তীরে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদিবাদী বসতিকারীরা দখলদার ইসরাইলি পুলিশের সহায়তায় প্রবেশ করেছে।
এই বিষয়ে, প্যালেস্টাইন নিউজ এজেন্সি (ওয়াফা) জানিয়েছে যে, ইহুদি গোষ্ঠীর কয়েক ডজন বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করেছে, উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং তালমুদিক ধর্মীয় অনুষ্ঠানগুলি সম্পাদন করেছে।
এই সংবাদ সংস্থাটি বলেছে যে দখলদার পুলিশ পুরানো কুদস শহরকে একটি সামরিক ব্যারাকে পরিণত করেছে এবং শত শত বাহিনীকে কাছাকাছি দূরত্বে, বিশেষ করে আল-আকসা মসজিদের গেটে মোতায়েন করেছেন।এছাড়াও, মুসলিম উপাসকদের প্রবেশে নিষেধাজ্ঞা করেছে।
এ ব্যাপারে ইসরাইলি দখলদার বাহিনী টানা সপ্তম দিনের মতো রামাল্লার উত্তরে আত্তারা সামরিক তল্লাশি চৌকিতে সৃষ্ট প্রবেশপথ বন্ধ করে রেখেছে। 4242627#

 

 

captcha