IQNA

আল-মায়াদিন: তেহরানের চারপাশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইহুদিবাদী শাসকের হামলা ব্যর্থ হয়েছে

13:18 - October 26, 2024
সংবাদ: 3476254
ইকনা- আরব মিডিয়া তেহরান প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সরকারের হামলার ব্যর্থতার ঘোষণা দিয়েছে।
আল-মায়াদিন নেটওয়ার্ক, ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ইরানের বিমান প্রতিরক্ষা ইসরাইলি ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করেছে যেগুলি তেহরান প্রদেশের পূর্বে সামরিক ঘাঁটি লক্ষ্য করার পরিকল্পনা করছিল।
ওয়াকিবহাল সূত্র আরো বলেছে যে তেহরান প্রদেশে প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ইহুদিবাদী সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এই সূত্রগুলি ঘোষণা করেছে যে তেহরানের শহরতলিতে সমস্ত প্রতিকূল লক্ষ্যবস্তু গুলি করে ফেলা হয়েছে।
ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, প্রতিকূল লক্ষ্যবস্তুকে গুলি করতে মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
তেহরানের আল-মায়াদিন সংবাদদাতা জানিয়েছেন যে ইহুদিবাদী শাসকের সীমিত সামরিক আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে এই আক্রমণ প্রতিহত করেছে।
আল-মায়াদিনের প্রতিবেদক আরও জানান যে শিরাজে কোনো বিস্ফোরণ ঘটেনি এবং এই শহরটি গত কয়েক ঘণ্টায় কোনো ঘটনার প্রত্যক্ষ করেনি। 4244283
 
 
 
captcha