IQNA

আলজেরিয়া; আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) পুরস্কারের আয়োজক

13:03 - September 06, 2025
সংবাদ: 3478017
ইকনা- আলজেরিয়ার ধর্ম ও ওয়াক্‌ফ মন্ত্রণালয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সীরাতুন্নবী প্রতিযোগিতা চালুর ঘোষণা দিয়েছে।

আরবি২১এর বরাতে ইকনা জানায়, আলজেরিয়ার ধর্ম ও ওয়াক্‌ফ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার উদ্দেশ্য হিসেবে, যা আলজেরিয়া পুরস্কার ফর সীরাতুন্নবী নামে পরিচিত, সীরাতুন্নবী থেকে নেয়া আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সীরাতুন্নবী নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করাকে উল্লেখ করেছে।

মন্ত্রণালয়টি জোর দিয়ে বলেছে, এই পুরস্কার আলজেরিয়া সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন, যা সীরাতুন্নবীর বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি এবং তার মর্যাদা উন্নীত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে। এর ফলে, নবী করীম (সা.)-এর জীবনে প্রতিফলিত নৈতিক ও মানবিক মূল্যবোধকে দৃঢ় করা এবং প্রজন্মের মধ্যে তা প্রচারপ্রসারের মাধ্যমে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় দিকনির্দেশনা পাওয়া সম্ভব হবে।

জাতীয় কর্মসূচিতে এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্ত করা আলজেরিয়া সরকারের দৃঢ় বিশ্বাসকে প্রমাণ করে যে, ধর্ম জাতীয় নিরাপত্তা সুসংহত করার একটি মৌলিক হাতিয়ার। এটি ধর্মীয় পরিচয় ও জাতীয় ঐক্যকে জোরদার করার পাশাপাশি, নবী করীম (সা.)-এর সীরাত থেকে অনুপ্রাণিত মধ্যপন্থী বক্তব্যের মাধ্যমে চরমপন্থী আন্দোলনের মোকাবেলায় সহায়তা করবে।

এই পুরস্কারটি আলজেরিয়ার বিশাল জামে মসজিদ উদ্বোধনের পর চালু করা হলো, যা দেশটির এবং সমগ্র ইসলামী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে বিবেচিত। 4303577#

 

captcha