IQNA

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো হিজবুল্লাহ

“সার্বভৌমত্ব লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন অবজ্ঞা করেছে তেলআবিব”

17:43 - September 10, 2025
সংবাদ: 3478041
ইকনা- তেহরান, ১০ সেপ্টেম্বর – লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ কাতারে ইসরায়েলি হামলাকে কাতারের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে।

লেবাননের আল-মানার টিভি জানিয়েছে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দোহায় চলমান বৈঠকে হামাসের জ্যেষ্ঠ আলোচক দলের ওপর ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে যে, এ সন্ত্রাসী সত্ত্বা কেবল অপরাধ, হত্যা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে নিজের প্রকল্পকে এগিয়ে নিতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়, এই কাপুরুষোচিত হামলা ইসরায়েলের নোংরামি ও হীনতাকে প্রকাশ করেছে। এটি আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি প্রকাশ্য অবজ্ঞার উদাহরণ, যা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে বারবার পুনরাবৃত্তি করা হচ্ছে।

হিজবুল্লাহর মতে, হামাস নেতাদের সঙ্গে বৈঠকটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য নির্ধারিত ছিল। কিন্তু ইসরায়েলের এই পদক্ষেপ স্পষ্ট করেছে যে তারা কোনো আলোচনায় বা রাজনৈতিক সমাধানে আগ্রহী নয়, বরং গাজা, পশ্চিম তীর ও সমগ্র অঞ্চলে জোরপূর্বক বাস্তুচ্যুতি, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে বদ্ধপরিকর।

বিবৃতিতে আরব ও ইসলামি দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে, যেন তারা শুধু নিন্দা প্রকাশে সীমাবদ্ধ না থেকে অবিলম্বে পদক্ষেপ নেয়। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা এবং যুক্তরাষ্ট্রকে তার অন্ধ সমর্থন বন্ধ করতে চাপ প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতির শেষাংশে বলা হয়, এই হামলা ফিলিস্তিনি জাতিকে আরও দৃঢ় সংকল্পবদ্ধ করবে, যাতে তারা প্রতিরোধ চালিয়ে যেতে পারে এবং নিজেদের ভূমি রক্ষায় অটল থাকে।” 4304335#

 

captcha