ইকনার প্রতিবেদন অনুযায়ী, ইমাম মুসা সাদরের পরিবার এক বিবৃতিতে জানায় যে তারা হানিবাল গাদ্দাফির মুক্তির বিরোধিতা করে। কারণ, তাঁকে ইমাম মুসা সদর, শেখ মোহাম্মদ ইয়াকুব ও সাঈদ আব্বাস বদরুদ্দিনের অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনায় অবগত থাকা এবং তাতে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। পরিবারের দাবি— এই অভিযোগগুলোর কোনো পরিবর্তন হয়নি এবং গাদ্দাফি এখনো এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেননি যা নিখোঁজ ব্যক্তিদের অবস্থান নির্ণয়ে সহায়তা করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা অতীতেও বিচার বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ করিনি এবং এবারও করব না, যদিও এই মুক্তির খবর আমাদের জন্য অপ্রত্যাশিত।”
পরিবারটি জোর দিয়ে জানায়, “হানিবাল গাদ্দাফির আটক বা মুক্তি আমাদের লক্ষ্য নয়; এটি একটি আইনি প্রক্রিয়া মাত্র। আমাদের মূল উদ্বেগ হলো ইমাম মুসা সদর ও তাঁর দুই সঙ্গীর নিখোঁজ হওয়া। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত যে কোনো তথ্য তাঁদের অবস্থান নির্ধারণ ও জীবিত ফেরত পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, শুক্রবার লেবাননের বিচারক জাহের হামাদাহ হানিবাল গাদ্দাফির মুক্তির আদেশ দেন। এই মুক্তি ১১ মিলিয়ন ডলার জামিন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে অনুমোদিত হয়েছে। 4311268#