IQNA

ইয়েমেনের সেনা প্রধান শহীদ: মুহাম্মদ আব্দুলকারীম আল-ঘামারির মৃত্যুর ঘোষণা

16:00 - October 17, 2025
সংবাদ: 3478266
ইকনা- ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে দেশটির মহাসেনা প্রধান সারলশকর মুহাম্মদ আব্দুলকারীম আল-ঘামারি জিহাদী কর্তব্য পালন করাকালে শহীদ হয়েছেন।

ইকনার প্রতিবেদনে, আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে আল-ঘামারির পবিত্র আত্মা কর্তব্য পালনকালে প্রানত্যাগ করেছেন এবং তাঁকে শ্রেষ্ঠ শহীদদের সংখ্যা‍তে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, "শহীদ আল-ঘামারির রাষ্ট্রীয় ও ধার্মিক ত্যাগ জাতির কাছে গৌরব ও সান্ত্বনার বিষয়" এবং তাঁর পথকেই এক দীর্ঘ জিহাদি ঐতিহ্য হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে যে শত্রুর বিরুদ্ধে মোকাবিলা এখনও চলমান এবং ইসরায়েলীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেয়া প্রতিশ্রুতিটি কুড়িতে কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের প্রতিদান ও কুদরত অবস্থা বদলানো অব্যাহত থাকবে। বিবৃতিতে শহীদদের রক্ত নতুন শক্তিমান প্রজন্ম উৎপন্ন করবে এবং সংগ্রাম থামে না বলে জোর দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে যে তাদের সামরিক অভিযান থেমে নেই; ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশনগুলো চলমান এবং শত্রু স্থাপনাগুলোকে নিয়মিত ও তীক্ষ্ণভাবে নিশানা করা হচ্ছে।

এছাড়া ইয়েমেনের রাষ্ট্রসংবাদ সংস্থা সবা জানিয়েছে, রাষ্ট্রপ্রশাসনিক আদেশে সারলশকর ইউসুফ হাসান আল-মাদানিকে নতুন সশস্ত্র বাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। 4311097#

captcha