ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, নিউজ রুম থেকে জানা যায়— জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস আজ বুধবার, এক বিবৃতিতে জানিয়েছে: জার্মান সমাজ বর্তমানে যে সামাজিক বিভাজন ও ঘৃণাত্মক বক্তব্য বৃদ্ধির মতো চ্যালেঞ্জের মুখোমুখি, সে প্রেক্ষাপটে সংলাপের ক্ষেত্র তৈরি করা এবং মুসলিম সমাজের প্রকৃত চিত্র প্রদর্শন এখন একান্ত জরুরি।
উল্লেখ্য, প্রতিবছর ৩রা অক্টোবর ‘ওপেন মসজিদ ডে’ পালিত হয়। এ অনুষ্ঠান জাতীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ মোড়, যা মুসলমানদের উপস্থিতিকে সক্রিয় করে তোলে এবং মুসলমানদের সঙ্গে তাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়ার সেতুবন্ধ তৈরি করে।
বিবৃতিতে আরও বলা হয়, এ বছরের প্রতিপাদ্য হলো— “ধর্ম ও নৈতিকতা; মানবতার জন্য দিকনির্দেশক হিসেবে ঈমান”। এর মাধ্যমে মানবিক মূল্যবোধ যেমন— সহানুভূতি, ন্যায়বিচার, সংহতি এবং বৈষম্য ও ঘৃণার বিরুদ্ধে সংগ্রামে বিশ্বাসের ইতিবাচক প্রভাবকে তুলে ধরা হবে।
সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস সকল মসজিদ ও ইসলামিক সেন্টারের পরিচালকদের আহ্বান জানিয়েছে, এ দিনে তারা যেন মসজিদের দরজা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন এবং এ অনুষ্ঠানের প্রতিপাদ্যকে কেন্দ্র করে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করেন।
এছাড়াও তরুণ-যুবক ও নারীদের প্রস্তুতি এবং অতিথি আপ্যায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজে মসজিদের প্রকৃত ভূমিকা ও মূল্যবোধ প্রচারের দিকটি স্পষ্ট হয়।
প্রসঙ্গত, বুধবার (৩ অক্টোবর) জার্মানিতে ‘ওপেন মসজিদ ডে’ পালিত হবে। প্রতিবছরের মতো এবারও হাজারো মানুষ এতে অংশগ্রহণ করবে। এদিন অমুসলিমরা ইসলামের শিক্ষার সঙ্গে পরিচিত হতে এবং মুসলমানদের কাছ থেকে সরাসরি জানতে মসজিদে আসেন ও পরিদর্শন করেন। 4305567#