IQNA

আফ্রিকার মরুভূমিতে শিশুদের তেলাওয়াতের আসর

15:12 - November 05, 2025
সংবাদ: 3478379
ইকনা - সম্প্রতি আরবি ভাষাভাষী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা আফ্রিকার দেশ মালাউই থেকে একটি হৃদয়স্পর্শী ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়—দারিদ্র্য ও কষ্টের মাঝেও শিশুদের মুখে তেলাওয়াতের মধুর সুর।

ভিডিওটিতে মরুভূমির বালুকাময় প্রান্তরে একদল শিশু কুরআনের তিলাওয়াত ও ترتیل (স্বরলিপিসহ পাঠ) অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তারা সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও অপার আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে কুরআনের আয়াত পাঠ করছে।

এই দৃশ্যটি বহু মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে এবং মনে করিয়ে দিয়েছেকুরআনের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা কোনো ভৌগোলিক সীমা বা আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না, বরং তা আত্মিক এক বন্ধন যা মানুষের অন্তর থেকে উৎসারিত হয়।

 

captcha