IQNA

জার্মানিতে একটি ইসলামিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

13:35 - November 06, 2025
সংবাদ: 3478388
ইকনা- জার্মান পুলিশ দেশটির একটি ইসলামিক সংগঠনের কার্যালয় ও সংশ্লিষ্ট স্থাপনায় অভিযান চালিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

দ্য ডয়চে ভেলের খবরে বলা হয়, জার্মান সরকার মুসলিম ইন্টার‌্যাকটিভ (Muslim Interaktiv)” নামে একটি সংগঠনকে সংবিধানবিরোধী কর্মকাণ্ড ও খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানানোর অভিযোগে নিষিদ্ধ করেছে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার ভোর থেকে হামবুর্গে ৭টি এবং বার্লিন ও হেসেন অঙ্গরাজ্যে ১২টি স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযান পরিচালিত হয়েছে “Generation Islam” “Realität Islam” নামের আরও দুটি সংগঠনকে ঘিরে তদন্তের অংশ হিসেবে।

স্বরাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট বলেন,

আমরা আইনের পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা আমাদের রাস্তায় খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানায়, ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় এবং নারীদের ও সংখ্যালঘুদের অধিকার উপেক্ষা করে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২০ সালে প্রতিষ্ঠিত “Muslim Interaktiv” সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল এবং ২০২৪ সালের শুরুর দিকে হামবুর্গে প্রায় ১,০০০ অংশগ্রহণকারীর এক বিক্ষোভে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতীয় মনোযোগ আকর্ষণ করেছিল।

অভিযান ও তদন্তের অংশ হিসেবে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং এর সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “Muslim Interaktiv” ছাড়াও “Generation Islam” এবং “Realität Islam” নামের আরও কয়েকটি ইসলামপন্থী সংগঠনের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের অফিসেও তল্লাশি চলছে। 4315069#

captcha