IQNA

মক্কার মসজিদুল হারামে মিসরীয় ওমরাহযাত্রীর সঙ্গে দুর্ব্যবহারকারী পুলিশ গ্রেপ্তার

16:02 - November 05, 2025
সংবাদ: 3478382
ইকনা - সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ মসজিদুল হারামে এক মিসরীয় দম্পতির সঙ্গে অশোভন আচরণকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে।
রাশিয়া আল-ইয়াওম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওটিতে দেখা যায়, হজ ও ওমরাহ নিরাপত্তা বিশেষ বাহিনীর এক সদস্য মসজিদুল হারামের ভেতরে এক দম্পতির সঙ্গে বিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়ান।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মিসরের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, উক্ত পুলিশ সদস্য দপ্তরীয় নিয়ম ও নির্দেশনা লঙ্ঘন করেছেন, তাই তাঁকে শাস্তিমূলকভাবে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিতর্কের প্রকৃত কারণ বা এটি ভুল বোঝাবুঝি না অন্য কোনো কারণে ঘটেছে—তা নিশ্চিত নয়।
এদিকে মিসরের সাবেক ওয়াক্‌ফমন্ত্রী ড. সালামা আবদুলকাভি এক বিবৃতিতে বলেন,
“মসজিদুল হারামের অভ্যন্তরে হাজী বা ওমরাহযাত্রীর প্রতি হাত তোলা বা দুর্ব্যবহার করা শরিয়তসম্মতভাবে হারাম। এই স্থানের মর্যাদার কারণে এর গুনাহ দ্বিগুণ।”
তিনি ওই সৌদি কর্মকর্তার আচরণকে “বাইতুল্লাহর পবিত্রতার লঙ্ঘন ও দায়িত্বে خیانت” বলে অভিহিত করেন এবং কঠোর শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়। 4314874#
 
captcha