আহা সেই চাদঁমুখ যদি দেখতে পেতাম- কতই না নুরানি!
কি ক্ষতি তোমার সে স্বপ্ন মিটে যদি মোর, হে মৌলা আমার!
গোপন তব সৌন্দর্য, তবুও তা নিয়ে কত গুঞ্জন-কানাকানি
দেশে দেশে এশকের মাহফিলে তোমার নামের সে কি রৌশানি!
যুগে যুগে সব ভাষাতেই হয়ে আছ সংলাপের মধ্যমণি!
ফিরে এসে দূর করবেন যিনি সব বঞ্চনা, ক্ষুধা-হাহাকার!
মজলুম পাবে ন্যায়বিচার, ফিরবে মানবিকতা
জ্ঞান-বিজ্ঞান আর সমৃদ্ধিতে ভরপুর হবে সভ্যতা।
পূর্ণ হবে ইসলামের বিশ্ব-বিজয়, ধরণী হবে নেয়ামত-খনি।
সংবাদ: 3310649 প্রকাশের তারিখ : 2015/06/02