আন্তর্জাতিক বিভাগ: ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের রেড লাইনের প্রতি সম্মান দেখানো হয়েছে এবং এ চুক্তির আওতায় ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে মেনে নেয়া হয়েছে। এ ছাড়া, ইরানের পরমাণু জ্বালানী চক্র সংরক্ষণের অধিকারও মেনে নেয়া হয়েছে।
সংবাদ: 3328193 প্রকাশের তারিখ : 2015/07/14