তেহরানের জুমআ'র খতিব
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমআ নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি বলেছেন, ইয়মেন ে সৌদি নেতৃবৃন্দ মানবতার বিরুদ্ধে অপরাধ তৎপরতায় জড়িত রয়েছে। অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করায় অব্যাহত এ অপরাধ তৎপরতার দায় ব্রিটেন এবং আমেরিকার সরকারের কাঁধে বর্তিয়েছে বলেও ঘোষণা করেন তিনি।
সংবাদ: 2601762 প্রকাশের তারিখ : 2016/10/14