আন্তর্জাতিক ডেস্ক: আরবাইন তথা ইমাম হুসাইন (আ.)এর চল্লিশা উপলক্ষে আহলে বায়েত (আ.)এর কোটি কোটি ভক্তগণ ইরাকের বিভিন্ন শহর থেকে পায়ে হেটে কারবালায় প্রবেশ করেন। আর এসকল জিয়ারতকারীদের সেবার জন্য স্বেচ্ছাসেবীগণ ইরাকের বিভিন্ন শহরের রাস্তার দু'পাশে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।
সংবাদ: 2604219 প্রকাশের তারিখ : 2017/11/01