আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম হ্যাকার দের একটি দল দায়েশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একটি ‘সাইলেন্স দ্যা সোর্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করার পর এ মর্মে অঙ্গীকার করেছে যে, আগামী শুক্রবার নাগাদ এ সন্ত্রাসী গোষ্ঠির অনলাইন তৎপরতাক নিস্ক্রিয় করে দেবে।
সংবাদ: 2604308 প্রকাশের তারিখ : 2017/11/13