আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক শিল্পপতি মোহাম্মদ দরবার বন্দর নগরী করাচি থেকে ৫০ হাজার ছায়াতরু ইরাকে পাঠাবেন। এরই মধ্যে প্রথম চালানে প্রায় ১০ হাজার ছায়াতরুর চারা পাঠানো হয়েছে। এ সব গাছ ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে কারবালা পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার পথের দু'পাশে লাগান হবে।
সংবাদ: 2609735 প্রকাশের তারিখ : 2019/11/30