তেহরান (ইকনা): ইরাকসহ আজ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং শোকের ভাব-গাম্ভীর্য নিয়ে পালন করা হয়েছে ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের চেহলাম-বার্ষিকী বা আরবাঈন। অবশ্য প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ বছর ইরাক সরকার কারাবালাগামী বিদেশি শোক পালনকারীদের সংখ্যা সীমিত করে দিয়েছে।
সংবাদ: 2611609 প্রকাশের তারিখ : 2020/10/08