তেহরান (ইকনা): ব্রিটেনের ইসলামিক কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, রোববার (৩১ জানুয়ারি) জারা মোহাম্মদকে 'ইসলামিক কাউন্সিল অব ব্রিটেন' (এমসিবির) মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে।
সংবাদ: 2612193 প্রকাশের তারিখ : 2021/02/02