তেহরান (ইকনা): করোনা মহামারির দুই বছর পর ১০ লাখ হজযাত্রী নিয়ে পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিক কার্যক্রমগুলো শেষ হয়েছে। তাদের নিরাপত্তায় ছিল নিয়োজিত ছিল দেড় লাখ নিরাপত্তাকর্মী। জিলহজের অষ্টম দিন মিনায় অবস্থানের পর তারা সন্ধ্যা পর্যন্ত আরাফায় এরপর মুজদালিফায় রাত্রিযাপন করেন হজযাত্রীরা। এই সময়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজিল।
সংবাদ: 3472114 প্রকাশের তারিখ : 2022/07/11