তেহরান (ইকনা): পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার দাপ্তরিক নাম ‘দ্য রিপাবলিক অব লাইবেরিয়া’। দেশটির মোট আয়তন ৪৩ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৫০ লাখ। লাইবেরিয়ার উত্তর-পশ্চিমে আছে সিয়েরা লিওন, উত্তরে ঘানা, পূর্বে আইভরিকোস্ট এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
                সংবাদ: 3472426               প্রকাশের তারিখ            : 2022/09/08