কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের কুয়েটা শহরে ১ম জানুয়ারিতে এই দুর্ঘটনা ঘটে। ইরান থেকে যিয়ারত শেষ পাকিস্তানে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।
একটি বাসে ৫০ জন তীর্থযাত্রী, ইরান থেকে যিয়ারত শেষে পাকিস্তানে ফেরার পথে সেদেশের কুয়েটা শহরে এই দুর্ঘটনা ঘটে।
কুয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক জানিয়েছেন, বোমা সহ একটি গাড়ী রাস্তার পাশে পার্ক করা ছিল। তীর্থযাত্রীদের বাসটি বোমা রক্ষিত গাড়ীর পাশে থেকে পার হওয়ার সময় ঐ গাড়ীর বিস্ফোরিত হয়।
এই বিস্ফোরণের ফলে দুই জন তীর্থযাত্রী শহীদ এবং ১৭ জন আহত হয়। আহতদের মধ্য ৪ জন পুলিশও রয়েছে।
পাকিস্তানের মিডিয়া জানিয়েছে, এই হামলায় পাক রাষ্ট্রপতি মামনুন হুসাইন এবং প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ কঠোর নিন্দা প্রকাশ করেন।
এছাড়াও পাকি মুসলিম ঐক্য পরিষদ (একটি শিয়া সংস্থা) এই হামলার কারণে তিন দিন সাধারণ শোক ঘোষণা করছে।
1349836