
Shia post এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল জুমআর নামাযান্তে পাকিস্তানের করাচী, লাহোর, ইসলামাবাদ, হায়দ্রাবাদ, রাওয়ালপিণ্ডি, কোয়েটা, পেশোয়ার, লারকানা, মুলতান, সাকার, মাতলিসহ অন্যান্য শহরে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদী জনতা।
তাকফিরী সন্ত্রাসী ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভকারীরা করাচীতে মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের নেতা ও সক্রিয় কর্মীদের হত্যার নিন্দা জানায়।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাকফিরী সন্ত্রাসী ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সদস্যদের হামলার –যাতে হাজার হাজার শিয়ার প্রাণহানী ঘটেছে- তীব্র নিন্দা জানায়।
কোয়েটা শহরে শিয়া যায়েরদের (যেয়ারতকারী) উপর সন্ত্রাসী হামলারও তীব্র নিন্দা জানানো হয় এ সকল বিক্ষোভে। কোয়েটায় শিয়া যায়েরদের উপর চালানো ঐ হামলায় ৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়।
উল্লেখ্য, এ বিক্ষোভ মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন, ইসলামি মুভমেন্ট, ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন, জাফারি মুভমেন্ট, আসগারিয়া স্টুডেন্ট ইউনিয়নসহ পাকিস্তানের অন্যান্য শিয়া সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
1350540