IQNA

ফেতনা সৃষ্টির মূলে ইরাকি স্পীকার ; নিন্দায় সুন্নি মুফতি

9:49 - January 06, 2014
সংবাদ: 1351221
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের সুন্নি মুফতি ‘শেইখ মাহদী আস-সামিদায়ী’ এদেশের সংসদীয় স্পীকার ‘উসামা আন-নাজিফী’কে ইরাকে ‘ফেতনার উত্স’ বলে আখ্যায়িত করেছেন।
সওতুল ইরাকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শেইখ মাহদী আস-সামিদায়ী এক বক্তব্যে বলেছেন : বর্তমানে ইরাক বৃহত সংকটের মাঝে রয়েছে।
তিনি বলেন : আল-আনবার প্রদেশ যে ফেতনায় ডুবেছে তা হতে পরিত্রাণের জন্য শক্তিশালী হাত, সত উদ্দেশ্য এবং দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন একান্ত প্রয়োজন।
তিনি বলেন : বর্তমানে কিছু কিছু রাজনৈতিক আল-আনবার প্রদেশের বিষয় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টিকে ইরাকি জাতিদের মাঝে যুদ্ধের বিষয়ে রূপান্তরিত করেছে। তাদের উদেশ্যে এ প্রশ্ন রাখা উচিত যে, ‘কারা বিভিন্ন সন্ত্রাসী দলকে ইরাকে প্রবেশ করিয়েছে’?

তিনি আরো বলেন : নূরী মালেকী বহুবার সংলাপের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। কিন্তু বিরোধীরা সংলাপের পথ বন্ধ করে দিয়েছে এবং সংসদীয় স্পীকার হচ্ছে এ ফেতনার মূলে; বর্তমানে ইরাকের সুন্নি সম্প্রদায় যার শিকার।

1350731

captcha