IQNA

তিউনিশিয়া সালাফিদের নিয়ন্ত্রণের বাহিরে ৯৮টি মসজিদ

23:43 - June 02, 2014
সংবাদ: 1413814
আন্তর্জাতিক বিভাগ: তিউনিশিয়ার সরকার জানিয়েছেন: সালাফিদের অধীনস্থ ৯৮টি মসজিদ বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

‘businessnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিউনিশিয়ার ধর্ম বিষয়ক প্রধান বিচারপতি ‘আব্দুস সত্তার বাদর’ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন: তিউনিশিয়ার ১৫০টি মসজিদ সালাফিদের নিয়ন্ত্রণে ছিল। যারমধ্যে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় বর্তমানে ৯৮টি মসজিদ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানিয়েছেন: মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রীষ্মের পূর্বেই তিউনিশিয়ার সকল মসজিদ ধর্ম মন্ত্রণালয়ের নির্ধারিত ইমাম কর্তৃক পরিচালিত হবে।
তিউনিশিয়ার বিপ্লবের পর চরমপন্থি সালাফিরা ১৫০টি মসজিদ দখল করে রেখেছিলি। তবে এপর্যন্ত সেদেশের সরকার চরমপন্থি সালাফিদের থেকে ৯৮টি মসজিদ মুক্ত করতে সক্ষম হয়েছে।
বলাবাহুল্য, চরমপন্থি সালাফিদের থেকে মসজিদ রক্ষা করতে সামরিক বাহিনী তাদের সাথে যুদ্ধ করেছে।
1413535

captcha