IQNA

কারবালায় শক্তিশালী বোমা বিস্ফোরণ

19:50 - June 11, 2014
সংবাদ: 1416858
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের পবিত্র নগরী কারবালায় দু’টি গাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে কয়েক জন ইরাকি নাগরিক নিহত ও আহত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ ১১ই জুন সকালে পবিত্র শহর কারবালার অদূরে দু'টি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে ফলে কমপক্ষে ৪ জন নিহত এবং অপর ৯ জন আহত হয়েছে।
এদিকে ইরাকের তাকফিরি ও চরমপন্থি জঙ্গিদের কর্তৃক গতকাল ১০ জুন নাইনাভাহ প্রদেশ দখলের পর সারা ইরাক ব্যাপী জরুরী অবস্থা বিরাজ করছে। এ প্রদেশের ঘনবসতিপূর্ণ মোসেল শহর থেকে হাজার হাজার মানুষ প্রাণ বাচাতে নিরাপদ স্থানে পালিয়ে গেছে। চরমপন্থি জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ঘাটি দখল করে প্রচুর অস্ত্র লুট করে নিয়ে গেছে। এ অবস্থার ইরাকের প্রধানমন্ত্রী নুরী আল মালেকী তাকফিরিদের মোকাবেলায় সারা দেশে জরুরী অবস্থা ঘোষণার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

1416676

captcha