কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ বিক্ষোভ মিছিলটি পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, শিয়া ও সুন্নি, খ্রিস্টান এবং হিন্দুদের উপস্থিতিতে করাচীর ‘শাহ ফয়সাল’ রোডে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভুট্টার পিপলস পার্টি, নেওয়াজ শরীফের মুসলিম লীগ, জমিয়াতে উলেমা ইসলাম, সুন্নি আন্দোলন পার্টি, জামায়াত আল দাওয়া, ব্যবসা সমিতি, বিভিন্ন ট্রাস্ট, করাচীর বাণিজ্য চেম্বার, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ খ্রিস্টান এবং হিন্দুরাও এ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে।
বিক্ষোভ মিছিলে শিয়া ও সুন্নি মাজহাবের বিশিষ্ট ওলামাগণ মূল্যবান বক্তৃতা পেশ করেন। অবরুদ্ধ গাজাবাসীদের ওপর অব্যাহত ভাবে ইসরাইলী হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনির নিরীহ মানুষের প্রতি সংহতি ব্যক্ত করে আল্লামা আব্বাস কুমাইল, মুফতি মুনিবুর রহমান এবং আল্লামা আব্বাস তাকাবী বক্তৃতা পেশ করেন।
‘আমরা যদি গাজায় যেতে না পারি, শাহ ফয়সাল রোডে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাবো’ শ্লোগানের মাধ্যমে পাকিস্তানের জামায়াতে ইসলামি দল সেদেশের সকল জনগণকে এ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।
1439893