কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত সোমবার চলতি বছরে স্কুল খোলার প্রথম দিনে তুরস্কের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন।
বুলনেট আভিঞ্জ সাংবাদিকদের জানিয়েছেন: হিজাব ছাড়া স্কুলের শিক্ষার্থীগণ স্কুলে উপস্থিত হওয়ার আইন বাতিল হয়ে গিয়েছে।
তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যে সকল স্কুল রয়েছে সেসকল স্কুলের শিক্ষার্থীরা কয়ের দশক পর ইসলামী হিজাব পরিধান করে ক্লাস করতে পারবে।
১৯৮০ সালে সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকাশ্য স্থানে এবং সরকারি ভবন ও অফিসে হিজাব ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
২০০৮ সালে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু জায়গায় ইসলামি হিজাব ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ শিথিল করা হয়। অতঃপর ২০১২ সালে মাদ্রাসাই হিজাব ব্যাবহার মুক্ত করে দেওয়া হয়।
বিগত চৌদ্দ বছর পর গত বছর শরৎ-এ তুর্কির পার্লামেন্টের প্রথম হিজাবী নারী নির্বাচিত হয়েছে এবং এরফলে রাষ্ট্রীয় ভবনে হিজাব নিষেধাজ্ঞা শিথিল হয়েছে।
1453145