IQNA

চলচ্চিত্রে নবীদের চেহারা প্রকাশের বিরোধিতা পোষণ করল আল আজহারের ফতোয়া কমিটি

23:58 - October 02, 2014
সংবাদ: 1456520
আন্তর্জাতিক বিভাগ: মিশরের আল আজহারের ফতোয়া কমিটির মহাসচিব জানিয়েছেন: টেলিভিশন এবং সিনেমায় নবীদের চেহারা প্রকাশ করা ঠিক নয়।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইদ ইউসুফ জানিয়েছেন: ধর্মীয় মাতাদর্শন অনুযায়ী, টেলিভিশন এবং সিনেমায় নবীদের চেহারা দেখানো ঠিক নয়।
টেলিভিশন এবং চলচ্চিত্রে নবী এবং রাসূলদের ব্যক্তিত্ব প্রচারের দ্বিমত পোষণ করে আল আজহারের ফতোয়া কমিটির মহাসচিব বলেছেন: টেলিভিশন এবং চলচ্চিত্রে শুধুমাত্র নবী ও রাসুলদের রিসালাত (মিশন) প্রচার করা উচিত। তাদের ব্যক্তিত্ব প্রচার করা ঠিক নয়।
চলচ্চিত্রে নবীদের চেহারা দেখানো এবং না দেখানোর বিষয়টি নিয়ে মিশরে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ের পক্ষে এবং বিপক্ষের লোকেরা নিজস্ব মতামত ব্যক্ত করছেন।
এর পূর্বে মিশরের সাংস্কৃতিক মন্ত্রী জাবের আসফুর এ বিষয়ের পক্ষে থাকা এক ব্যক্তিকে তার চলচ্চিত্রে নবীদের চেহারা প্রকাশে জন্য অনুমোদন দিয়েছেন এবং বলেছেন: এ বিষয়টি ইসলামী শিক্ষার সাথে বেমানান নয়।
ইখওয়ানে মুসলেমিন এবং সালাফিদের প্রভাবে পরে আল আজহারের ফতোয়া কমিটির এ সিদ্ধান্তের ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রী জানান: আল আজহার শুধুমাত্র একটি ইসলামিক প্রতিষ্ঠান এবং এ প্রতিষ্ঠান শুধুমাত্র সুপারিশ করবে না অন্য কিছু।
1456216

captcha