IQNA

কিরগিজস্তানে ঈদে গাদিরের উৎসব মাহফিল

21:24 - October 09, 2014
সংবাদ: 1458627
আন্তর্জাতিক বিভাগ: কিরগিজস্তানে ইমাম আলী (আ.) মসজিদে ১২ই অক্টোবর শনিবারে পবিত্র ঈদে গাদির উপলক্ষে উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কিরগিজস্তানে অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ইরানি অধিবাসী এবং আহলে বাইয়েত ভক্তদের  উপস্থিতিতে এ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
কালচারাল কাউন্সিলার জানিয়েছেন: উৎসব মাহফিলে আলী (আ.) ও ঈদে গাদিরের আলোকে বক্তৃতা পেশ করবেন উক্ত মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইমানী।
উল্লেখ্য যে, মগরিব ও এশার নামাজের পর উক্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শিয়াদের একমাত্র মসজিদ ইমাম আলী (আ.) অবস্থিত। এ মসজিদটি ১৪ বছর আগে ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থা ও আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং আজারবাইজানের শিয়াদের সহায়তায় নির্মাণ করা হয়েছে।
এ মসজিদে আজারি, ইরানী, পাকিস্তান ও আফগানিস্তানের শিয়ারা একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। নিঃসন্দেহে এ মসজিদটি মধ্য এশিয়ার শিয়াদের সক্রিয় একটি মসজিদ।
1458455

captcha