IQNA

ইরানী যায়েরদের সহযোগিতা করতে প্রস্তুত ইরাক

22:09 - November 13, 2014
সংবাদ: 1472887
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানে অবস্থিত ইরাকের রাষ্ট্রদূত, ইরানী যায়েরদের সকল প্রকার সহযোগিতা করার কথা বলেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত হযরত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার যিয়ারত করার সময় ‘মুহাম্মাদ মাজিদ আশ-শেখ’ জানিয়েছেন: ইরানের সকল যায়েরদের সর্বোপরি সহযোগিতা এবং ইমাম আলী (আ.)এর মাযার সংস্কারের ক্ষেত্রে যেসকল প্রতিষ্ঠান ও সংস্থা সহযোগিতা করেছে, তাদেরকে দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলেছেন।
মাজানুল আসাদী জানিয়েছেন: ইমাম আলী (আ.)এর মাযারের জনসংযোগ বিভাগের কর্তৃপক্ষ ‘মুহাম্মাদ মাজিদ আশ-শেখ’ কয়েক দিন পূর্বে ইরান সফর করেছেন এবং পরবর্তীতে ইরাকে ফিরে ইমাম আলী (আ.)এর মাযার জিয়ারত ও নামাজ আদায় করেন।
মাজিদ আশ-শেখের বরাত দিয়ে আসাদী জানিয়েছেন: আমরা ইরানের সাথে সকল প্রকার সহযোগিতা আদান-প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি।
1472476

captcha