IQNA

কুয়েতে মুবাল্লিগ ও পেশ ইমাম প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন

23:55 - March 28, 2010
সংবাদ: 1900380
আন্তর্জাতিক বিভাগ : কুয়েতের ওয়াকফ ও ধর্মমন্ত্রণালয় গতকাল শনিবার ২৭শে মার্চ সেদেশের ৬টি প্রদেশে স্থায়ী মুবাল্লিগ ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের তথ্য প্রকাশ করেছে।
কুয়েত বার্তা সংস্থ KUNA এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, কুয়েতের জাতীয় ওয়াকফ বোর্ডের মসজিদ ও ধর্ম বিষয়ক বিভাগের প্রধান এ বিবৃতিতে এ তথ্য ঘোষণা করে বলেছেন : জাতীয় ওয়াকফ বোর্ডের বিভিন্ন ধর্মীয় ও ইলমি কর্মসূচী বাস্তবায়নের জন্য এ পদক্ষেপ গৃহিত হয়েছে।
তিনি আরো বলেন : এ কেন্দ্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদসমূহের পেশ ইমামগণ এবং মুসলিম মুবাল্লিগদের জ্ঞানের উন্নতি সাধন করা। এছাড়া যথাযথ জ্ঞান ও বৈধতা ছাড়াই ধর্ম বিষয়ক পরামর্শ দানের বিষয়টির পথরোধ করার নিমিত্তে এ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। #555300
captcha