IQNA

আফগান নারীরা সুবিচার বঞ্চিত : জাতিসংঘ

19:59 - December 13, 2012
সংবাদ: 2463145
আন্তর্জাতিক বিভাগ : সহিংসতার শিকার আফগান নারীরা বিচার ব্যবস্থা পর্যন্ত পৌঁছতে পারছে না বলে জানানো হয়েছে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে।
দৈনিক যুগান্তরে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২০০৯ সালে সহিংসতাবিরোধী আইন বাস্তবায়ন করায় কিছুটা অগ্রগতি হলেও আইনটি প্রয়োগের সার্বিক হার বেশ কম। সামাজিক-সাংস্কৃতিক চাপ এবং সঙ্গতিহীন পুলিশ ব্যবস্থাই এর কারণ, বলা হয়েছে প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে আফগান নারীদের প্রতি সহিংসতার উলেখযোগ্য কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন এ প্রতিবেদন প্রকাশ করে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। গত মাসে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এক কিশোরীর বাবা মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে মেয়েটিকে শিরোচ্ছেদ করা হয়।#
captcha