IQNA

ভারতে ‘ইসলামী সংস্কৃতি বিস্তার’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

16:17 - January 24, 2013
সংবাদ: 2485481
চিন্তা বিভাগ: ভারতে উত্তর প্রদেশ রাজ্যে ২২শে জানুয়ারিতে ‘ইসলামী সংস্কৃতির বিস্তারের’ আলোকে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন উত্তর প্রদেশ রাজ্যের ‘Unnao’ শহরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুরুতে এদেশের বিশিষ্ট ক্বারি মোহাম্মাদ আসলাম পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

এই সম্মেলনে ইসলামী সংস্কৃতি বিস্তার এবং বিভিন্ন মাজহাবের মধ্যে বন্ধুত্ব বিস্তারের আলোকে এদেশের বিশিষ্ট ওলামা, ইসলামিক চিন্তাবিদ, গবেষক মণ্ডলী ব্যাপক আলোচনা করেন।

‘ইসলামী সংস্কৃতি বিস্তার’ বিষয়ক সম্মেলন ইসলামিক চিন্তাবিদ, গবেষক, পণ্ডিত এবং ধর্মীয় ব্যক্তিত্বমণ্ডলী এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1174943
captcha