কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শিয়া কর্মী একজন দক্ষ ডাক্তার এবং তিনি নিজের ক্লিনিকে রোগীদের চিকিৎসায় লিপ্ত ছিলেন। এক সন্ত্রাসী রোগী হিসেবে এই ক্লিনিকে ভর্তি হয় এবং শিয় কর্মী ‘শাহ নেওয়াজ আলী আখাওয়ানজাদে’কে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শাহ নেওয়াজ আলী নিহত হন এবং নির্দোষ এই শিয় কর্মীর লাশ ২৩শে জানুয়ারি তথা বুধবারে পেশোয়া শহরের আখাওয়ান আবাদ নামক জায়গায় দাফন করা হয়।
1177795