IQNA

সিরিয়ার উপর ইসরাইলি বিমান হামলার নিন্দা জানালো ন্যাম

22:36 - February 08, 2013
সংবাদ: 2493349
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে সিরিয়ার উপর জায়নবাদী ইসরাইলের বিমান হামলাকে একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যায়িত করে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
ন্যাম বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জায়নবাদী ইসরাইল কর্তৃক সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে দামেস্কের একটি গবেষণা কেন্দ্র হামলার –যাতে ৭ ব্যক্তি হতাহত হয়েছে- তীব্র নিন্দা জানিয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম।
ঐ বিবৃতিতে জায়নবাদীদের এ পদক্ষেপককে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি পরিপন্থী বলে আখ্যায়িত করা হয়েছে।
জোট নিরপেক্ষ আন্দোলনের এ বিবৃতিতে সিরিয়ার প্রতি শোক জ্ঞাপন পূর্বক, জায়নবাদী ইসরাইলের এ আইনভঙ্গকারী পদক্ষেপের জন্য জবাব চেয়েছে। এ ছাড়া এভাবে প্রকাশ্য আইন লঙ্ঘনের নিন্দা জানিয়ে এ বিষয়ে জাতিসংঘের দায়িত্ব পালনের প্রতি আহবান জানানো হয়েছে।#1184678
captcha