IQNA

শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার মৃতদেহ পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হয়নি

18:23 - June 08, 2016
সংবাদ: 2600925
আন্তর্জাতিক ডেস্ক: রাজতান্ত্রিক সৌদি শাসক অন্যায়ভাবে সেদেশের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার মৃতদেহ পরিবারের নিকট ফিরিয়ে দেয়নি।


বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ শেখ নিমরের সাথে অন্যান্য যে সকল শিয়া মুসলমানদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তাদের মৃতদেহও তাদের স্বজনদের নিকট ফিরিয়ে দেয়নি সৌদি শাসক।

দীর্ঘদিন জেলে আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল-নিমরের ওপর অন্যায়ভাবে অত্যাচার করার পর ২য় জানুয়ারিতে মিথ্যা অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরবি উপদ্বীপে কমিটির জনপ্রিয় আন্দোলন আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল-নিমরের ছবি সহ অপর ১০ জন শহিদের ছবি প্রকাশ করে ঘোষণা করেছে: শহীদদের পরিবারবর্গ তাদের পবিত্র মৃতদেহ গ্রহণ করার জন্য অপেক্ষায় রয়েছে।

Iqna

শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তার মৃতদেহ পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হয়নি

captcha