IQNA

শেষ হলো মোহাম্মাদ আলীর দাফন কাজ + ছবি

14:27 - June 10, 2016
সংবাদ: 2600965
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মাদ আলীর দাফন কাজ আমেরিকার কেন্টাকি প্রদেশে তার নিজ শহর লুইসভিলে সম্পন্ন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: মোহাম্মাদ আলীর জন্মভূমি লুইসভিলের কেএফসি ইয়ু সেন্টার' স্টেডিয়ামে তার ভক্তদের উপস্থিতিতে দাফন কাজ সম্পন্ন করা হয়।

মোহাম্মাদ আলীর দাফনের অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও রাজনিতীবিদগণ উপস্থিত ছিলেন।

সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী আমেরিকার একটি হাসপাতালে গত ৪র্থ জুন পরলোক গমন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মোহাম্মাদ আলী ১৯৪২ সালের ১৭ই জানুয়ারিতে আমেরিকার কেন্টাকি প্রদেশে লুইসভিল শহরে জন্মগ্রহণ করেন।

মোহাম্মাদ আলী ১৭৬৫ সালে ইসলাম ধর্মে গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম 'ক্যাসিয়াস ক্লে' ছিল। ১৯৬৫ সালে এবং 'সনি লিস্টন'কে পরাজয় করানোর ১৮ দিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মাত্র ২২ বছর বয়সে তখনকার বিখ্যাত মুষ্টিযোদ্ধা সনি লিস্টনকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে খ্যাতির তালিকায় উঠে আসেন মুহাম্মদ আলী। খেলাধুলার ইতিহাসে সেরা মুষ্টিযোদ্ধাদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় তাকে।

Iqna



ট্যাগ্সসমূহ: মোহাম্মাদ ، আলী ، ইসলাম ، ইকনা
captcha