IQNA

দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানী প্রতিনিধির কুরআন তিলাওয়াত + ভিডিও

18:43 - June 21, 2016
সংবাদ: 2601036
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানী প্রতিনিধি হিসেবে মুজতাবা আলী রেজালু উপস্থিত রয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: গতকাল রাতে ইরানের প্রতিনিধি মুজতাবা আলী ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে দর্শনার্থীদের মন জয় করেছেন।

দুবাই অ্যাওয়ার্ড ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র রমজান মাসের ৭ তারিখে শুরু হয়েছে এবং একাধারে ১৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। হেফজ বিভাগে উক্ত প্রতিযোগিতা কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

Iqna


ট্যাগ্সসমূহ: দুবাই ، কুরআন ، ইরানী
captcha