IQNA

পাকিস্তানে স্কুল ও মসজিদসমূহ আধুনিকীকরণের আহ্বান

23:05 - August 07, 2016
সংবাদ: 2601342
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উপজাতীয় এলাকায় স্কুল ও মসজিদসমূহ আধুনিকীকরণের আহ্বান জানিয়েছে "জমিয়াতে উলেমায়ে ইসলাম» পার্টির সদস্যবৃন্দ।
পাকিস্তানে স্কুল ও মসজিদ আধুনিকীকরণের আহ্বান
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের "জমিয়াতে উলেমায়ে ইসলাম» পার্টির নেতাগণ গতকাল (৬ আগস্ট) ফেডারেল ফেদেরালি এডমিনিসটার্দ উপজাতীয় এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা উপজাতীয় এলাকায় স্কুল ও মসজিদসমূহ আধুনিকীকরণের আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন সম্প্রতি জঙ্গিদের হামলার কারণে এই অঞ্চলের কিছু স্কুল ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুল ও মসজিদসমূহ পুনর্নির্মাণ করার প্রয়োজন রয়েছে।

ফেডারেল ফেদেরালি এডমিনিসটার্দ উপজাতীয় এলাকায় (FATA) মোট সাতটি অঞ্চল রয়েছে। অঞ্চলগুলো যথাক্রম "ক্রিম", "উত্তর ওয়াজিরিস্তানে", "দক্ষিণ ওয়াজিরিস্তানের", "মোহেম্মান্দ", "খাইবার", "ওরাকজাই" ও "বাজাউর" এবং আফগানিস্তান সীমান্ত সংলগ্নে 6টি এলাকা রয়েছে। যখন ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা চয়ে যায় তখন এই সকল অঞ্চলের উপজাতিরা পাকিস্তানের সাথে একত্রিত হতে চাইনি।

তাদের প্রতিবাদের একপর্যায় পাকিস্তান সরকারের সাথে সমঝোতার আলোকে চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়। চুক্তি অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং পাকিস্তানের উপজাতীয় এলাকায় সংশোধনী কমিটি এ সকল অঞ্চলের রাজনৈতিক, নিরাপত্তা, প্রশাসনিক ও আদালত মেরামত করবে এবং সেগুলো পুনর্নির্মাণ করবে। এসকল কাজ ছাড়াও সাত উপজাতীয় অঞ্চলে সংহতি বজায় রাখবে।

iqna



ট্যাগ্সসমূহ: ইকনা ، পাকিস্তান ، মসজিদ
captcha