IQNA

আল্লামা শেখ জাকজাকিকে অবৈধভাবে গ্রেফতারের কারণে নাইজেরিয়ান মুসলমানদের বিক্ষোভ

15:18 - September 01, 2016
সংবাদ: 2601498
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার শীর্ষস্থানীয় শিয়া আলেম এবং ইসলামিক (আইএমএন) আন্দোলনের বিপ্লবী নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে রাজধানী আবুজাতে বিক্ষোভ করল সেদেশের সহস্রাধিক জনতা।
আল্লামা শেখ জাকজাকিকে অবৈধভাবে গ্রেফতারের কারণে নাইজেরিয়ান মুসলমানদের বিক্ষোভ
বার্তা সংস্থা ইকনা: রাজধানী আবুজা'র জাতীয় মসজিদ থেকে ফেডারেল সচিবালয় পর্যন্ত বিক্ষোভ শোভাযাত্রা হয়েছে। বিক্ষোভকারীরা আল্লামা জাকজাকির সমর্থনে এবং তাকে অবৈধ আটক করার জন্য তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। শীর্ষস্থানীয় শিয়া আলেম আল্লামা শেখ জাকজাকিকে ৯ মাস পূর্বে অবৈধ ভাবে গ্রেফতার করে সেদেশের সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অবিলম্বে জাকজাকির মুক্তির দাবি জানায়।

কিছুদিন পূর্বে নাইজেরিয়ার আদালত, আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তির আপিল প্রত্যাখ্যান করে। আর এজন্য সেদেশের জনগণ এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।

নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের সদস্য মোহাম্মদ ইব্রাহিম গামাভা বলেন: আমরা কোন প্রকার শর্ত ছাড়াই অবিলম্বে আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকির মুক্তি এবং তার সকল ক্ষতিপূরণ প্রদানের দাবী জানাচ্ছি।

নাইজেরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের ১৩ ডিসেম্বরে দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের এক সমাবেশে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় শত শত মুসলমান নিহত এবং শেখ জাকজাকি গুরুতর আহত হন। পরের দিন সেদেশের সেনা বাহিনী আল্লামা জাকজাকির বাড়িতে হামলা চালিয়ে তাকেসহ আইএমএনএর মুখপাত্রসহ শীর্ষস্থানীয় নেতাদের আটক করে। বর্বরোচিত এ দুই হামলায় জাকজাকির তিন ছেলেও নিহত হয়েছেন।

ইসলামী মানবাধিকার কমিশন ১ম আগস্ট এক প্রতিবেদন ব্যক্ত করে, সামরিক বাহিনীর এই হামলার ফলে ৩৪৮ জন নিরীহ শিয়া মুসলমান নিহত হয়।

এই হামলায় আল্লামা শেখ জাকজাকির শরীরে সাতটি গুলি বিদ্ধ হয় ও তার একটি চোখ নষ্ট হয় এবং কোন কারণ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়।

iqna


captcha