IQNA

নাইজেরিয়ার শিয়া মুসলমানদের হত্যাকাণ্ড নিন্দা জানাল ইরান

0:25 - November 16, 2016
সংবাদ: 2601958
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কানো শহরে শিয়া মুসলমানদের শান্তিপূর্ণ সমাবেশে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‍মুখপাত্র বাহরাম কাসেমি।
নাইজেরিয়ার শিয়া মুসলমানদের হত্যাকাণ্ড নিন্দা জানাল ইরান
বার্তা সংস্থা ইকনা: গতকাল (সোমবার) নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০০ সাধারণ মানুষ নিহত হয়। বাহরাম কাসেমি এ ঘটনাকে বিরক্তিকর ও অগ্রহণযোগ্য কাজবলে উল্লেখ করেছেন।

কোনো ধরনের হুমকি ও আগ্রাসন নেই -এমন শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশে মুসলিম হত্যার মতো কাজের পুনরাবৃত্তি ঘটায় তিনি তার তীব্র নিন্দা জানান। এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে সে বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে নাইজেরিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শিয়া মুসলিমদের তৃতীয় ইমাম ও মহানবী হযরত মুহম্মদ (স.)-এর নাতি ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বা আরবাইন উপলক্ষে নাইজেরিয়ার মুসলমানরা যখন শোকানুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল তখন নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী তাদের ওপর সরাসরি গুলি চালায়। দেশটিতে প্রায় এক বছর ধরে শিয়া মুসলমানদের ওপর নজিরবিহীন নির্যাতন চালানো হচ্ছে।

iqna



captcha