IQNA

নিষেধাজ্ঞা নবায়ন পরমাণু সমঝোতা লঙ্ঘনেরই সামিল: সর্বোচ্চ নেতা

20:47 - November 28, 2016
সংবাদ: 2602043
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নবায়ন করা পরমাণু সমঝোতা লঙ্ঘনেরই সামিল।
নিষেধাজ্ঞা নবায়ন পরমাণু সমঝোতা লঙ্ঘনেরই সামিল: সর্বোচ্চ নেতা

পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, "পরমাণু আলোচনার সময় নিষেধাজ্ঞার বিষয়ে বহু রকমের বিতর্ক হয়েছে কিন্তু তারাই এখন মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা নবায়নের ইস্যুটি তুলেছে এবং দাবি করছে যে, এটি নতুন কোনো নিষেধাজ্ঞা নয়; শুধুমাত্র নবায়ন। কিন্তু বাস্তবতা হচ্ছে- নতুন নিষেধাজ্ঞা আর পুরনো নিষেধাজ্ঞা নবায়নের মধ্যে কোনো পার্থক্য নেই। নিষেধাজ্ঞা নবায়নও পরমাণু সমঝোতার লঙ্ঘন।”

জাতীয় নৌবাহিনী দিবস উপলক্ষে রাজধানী তেহরানে নৌবাহিনীর কমান্ডার ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।

গত ১৫ নভেম্বর মার্কিন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য একটি বিল পাস করেছে। আগের দেয়া নিষেধাজ্ঞার মেয়াদ চলতি ২০১৬ সালে শেষ হয়ে যাবে। এ অবস্থায় মার্কিন রিপাবলিকান দল তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়নের কথা বলছে। অবশ্য, প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিলে ভেটো দেবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিলের বিরুদ্ধে গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি নিষেধাজ্ঞা নবায়ন করে এবং পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তাহলে তেহরান অবশ্যই তার জবাব দেবে।

আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইরানের নৌবাহিনীর নানা ক্ষেত্রে উন্নয়ন ও অর্জনের প্রশংসা করেন এবং যেসব সীমাবদ্ধতা রয়েছে তা দূর করার পরামর্শ দেন।

iqna




captcha