IQNA

তালেবানের হাতে আফগান প্রাদেশিক পুলিশের প্রধান নিহত

23:01 - March 05, 2017
সংবাদ: 2602658
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সন্ত্রাসীদের হামলায় দেশটির ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান নাসিম কাতেহ নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র কারিম ইউরেশ জানিয়েছেন, নাসিম কাতেহর গাড়িতে ম্যাগনেটিক বোমা দিয়ে হামলা চালানো হয়।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইউরেশ জানান, পুলিশ প্রধানের সঙ্গে থাকা আরেক পুলিশ কর্মকর্তা হামলায় আহত হয়েছেন। হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে তালেবান।

ফারিয়াব প্রদেশে অন্য আরেক ঘটনায় মুরাদ শামাল নামে স্থানীয় একজন নিরাপত্তা কমান্ডার নিহত হয়েছেন। ফারিয়াব প্রদেশের একটি পুলিশ চেকপয়েন্টে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

সম্প্রতি আফগানিস্তানে তালেবান সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে রাজধানী কাবুলের পশ্চিমে একটি পুলিশ কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। যে ভবনে হামলা হয়েছে সেটা আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। তালেবান প্রতিবছর বসন্ত শুরুর প্রথম দিকে ঘোষণা দিয়ে হামলা বাড়ায়। তারই অংশ হিসেবে তাদের হামলা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পার্সটুডে
captcha