বার্তা সংস্থা ইকনা: মহানবী(সা.) বলেছেন, তোমাদের জন্য সুসংবাদ মাহদী হচ্ছে ফাতিমার সন্তান, পশ্চিম দিক থেকে তার আবির্ভাব ঘটবে এবং পৃথিবীকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবে।
প্রশ্ন করা হল হে আল্লাহর নবী(সা.)! তিনি কখন আবির্ভূত হবেন? রাসূল(সা.) বললেন: যখন বিচারকরা সুদ ও ঘুস খাবে এবং মানুষ ফাসেক ও ফাজের হয়ে যাবে।
আরও প্রশ্ন করা হল, তিনি কোথায় জীবন-যাপন করবেন: রাসূল(সা.) বললেন: তিনি পরিবার পরিজন এবং জন্মভূমি থেকে দূরে থাকবে এবং অসহায় অবস্থায় জীবন-যাপন করবে।
عن النّبی صل الله علیه وآله: «أبشروا بالمهدیّ من ولد فاطمه، یظهر من جهة المغرب، فیملأ الأرض عدلاً»، فقیل: یا رسول الله؛ و متی یکون ذلک؟ فقال: «أذا ارتشی القضاة و فجرت الأمة و هو الفرید الغریب» قیل: و کیف ذلک یا رسول الله؟ قال: «ینفرد من أهله و یتغرّب عن وطنه».
ইহকাকুল হাক, ১৯তম খণ্ড, পৃ: ৬৭৯।
উম্মে সালামা বলেন: আমি মহানবীকে (সা.) বলতে শুনেছি: মাহদী আমার বংশ থেকে, ফাতেমার সন্তানদের মাঝ থেকে।
মহানবী (সা.) বলেন: আমার আহলে বাইতের এক ব্যক্তি ঐ দিন উত্থান করবেন। তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, জুলুম ও পাপে পূর্ণ হওয়ার পর তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন।(সুনানে আবু দাউদ, ২য় খণ্ড;পৃষ্ঠা. ৪২২।)। সূত্র: shabestan