IQNA

মেয়ের চিকিৎসার জন্য সফর করে মায়ের ইসলাম ধর্ম গ্রহণ

0:22 - May 09, 2017
1
সংবাদ: 2603050
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান বংশোদ্ভূত এক নারী তার মেয়ের চিকিৎসার জন্য তুরস্কে ভ্রমণ করেন। তুরস্কে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ধর্মের দর্শনের উপর পড়াশোনা করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ান বংশোদ্ভূত নাটালিয়া আকান ছয় বছর পূর্বে তার মেয়ের চর্ম জনিত রোগ এবং ডাক্তারের পরামর্শে তুরস্কে পারি জমান এবং আন্টলয়া শহরে ভূমধ্য সাগরে কাছাকাছি জলবায়ু জনিত এলাকায় জীবন যাপন শুরু করেন।

তুরস্কে ভ্রমণ করে আকান প্রথমবারের মত বিভিন্ন ধর্মের অনুসারীদের প্রতিবেশী হিসেবে পান এবং বিভিন্ন ধর্ম, হিজাব এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের ইবাদতের মধ্যে পার্থক্য সম্পর্কে তার হৃদয়ে নানা প্রশ্ন জন্মায়।

এসকল প্রশ্ন জন্মানোর পর তিনি খ্রিষ্টান, ইহুদী এবং ইসলাম ধর্মের ব্যাপারে গবেষণা করেন। এ ব্যাপারে বলেন: আমি ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করে বুঝতে পারি যে, এটিই সর্বশেষ ধর্ম এবং আমি অনুভব করতে পেরেছি যে, আমি যেগুলো বিশ্বাস করি সেগুলো এই ধর্মের মধ্যে রয়েছে। এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং হিজাব পরেছি।

আকান গুরুত্বারোপ করে বলেন: আমার মেয়ের ব্যাধি ভালো হওয়ার পর আমি এখানেই থেকে যাব। এজন্য আমি পবিত্র কুরআন তিলাওয়াত শেখার জন্য আন্টলয়া শহরের একটি কুরআনিক প্রতিষ্ঠান ভর্তি হয়েছি।

iqna


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
মো তানভীর ইসলাম
0
0
আপু আলহামদুল্লিলাহ আপনি মুসলমান হয়েছেন এই জন্য আল্লাহ পাক আপনার পুরনো সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ
captcha