IQNA

ফেরেশতাগণের মধ্য থেকে কারা ইমাম মাহদীকে সঙ্গ দিবেন?

23:42 - May 10, 2017
সংবাদ: 2603060
আমি আমাদের আল কায়েমকে দেখতে পাচ্ছি যে, তার সাথীদের নিয়ে বিপ্লব করছেন এবং ৫ হাজার ফেরেশতা তাগে সঙ্গ দিচ্ছেন।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম বাকের (আ.) বলেছেন, আমি দেখতে পাচ্ছি যে ইমাম মাহদী তার সাথীদের নিয়ে সংগ্রাম করছেন এবং তার ডান পাশে জিবরাইল ফেরেশতা, বা পাশে মিকাইল এবং সামনে ও পেছন দিক থেকে শত্রুদের জন্য ত্রাস ও হুমকি তেড়ে আসছে। আর ৫ হাজার ফেরেশতা ইমাম মাহদীকে সাহায্য করছেন।

قال ابوجعفر علیه السلام: «لکأنی أنظر إلیهم ... جبرئیل عن یمینه و میکائیل عن یساره، یسیر الرعب أمامه شهراٌ و خلفه شهراٌ، أمده الله بخمسة آلاف من الاملائکة».

সূত্র: বিহারুল আনওয়ার, ৫২তম খণ্ড; পৃ: ৩৪৩

ইমাম মাহদী (আ.) পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থান গুলোকে একের পর এক জয় করবেন। কেননা, তিনি বিশ্বস্ত ও ঈমানদার সাহায্যকারীদের পাশাপাশি আল্লাহর ফেরেশতাগণের দ্বারাও সাহায্য প্রাপ্ত হবেন। তিনি রাসূল (সা.)-এর মত ভয়ের সৈন্যদেরকে কাজে লাগাবেন এবং আল্লাহপাক শত্রুদের মনে ইমাম মাহদী ও তার সৈন্যদের ব্যাপারে এমন ভয় ঢুকিয়ে দিবেন যে, কোন শক্তিই ইমাম মাহদীর (আ.) সাথে যুদ্ধ করার সাহস পাবে না।

ইমাম বাকের (আ.) বলেছেন: আমরা আমাদের কায়েমকে তার শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে সাহায্য করব।
captcha