IQNA

শহীদদের শেষ বিদায় জানালো ইরানী জনগণ

23:34 - June 09, 2017
সংবাদ: 2603217
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ৭ জুনের সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ তেহরানে জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি গুলপাইগানি, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, স্পিকার ড. আলী লারিজানিও বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ অমুলি লারিজানিসহরাষ্ট্রীয় ও সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির সামনে থেকে আজ সকালেস্পিকার ড. আলি লারিজানির উপস্থিতিতে জানাজা ও দাফন পূর্ব আনুষ্ঠিকতা শুরু হয়।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে শহীদদের লাশ নিয়ে যাওয়া হয় তেহরানের জুমার নামাজের স্থানে।

গত বুধবার সকালে ইরানের সংসদ ও ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসীরা হামলা চালায়। এর ফলে ১৭ জন শহীদ ও ৫২ জন আহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় হামলাকারী পাঁচ সন্ত্রাসীই প্রাণ হারায়।
iqna

captcha