IQNA

আলোচনার মাধ্যমেই ধর্মের গোঁড়ামি কাটানো সম্ভব, বেইজিংকে ভারত

20:35 - August 06, 2017
সংবাদ: 2603584
আন্তর্জাতিক ডেস্ক: চীনের যুদ্ধের হুঙ্কারের মধ্যেই ডোকলাম নিয়ে বেইজিংকে নাম না করে আলোচনার বার্তা মোদীর। ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য, আবহাওয়া পরিবর্তন, সন্ত্রাসবাদ-সহ একাধিক সমস্যা গোটা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আলোচনা ও তর্কের মাধ্যমেই এমন পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে আত্মবিশ্বাসী তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এশিয়ার ঐতিহ্য বলেও মন্তব্য তাঁর।
আলোচনার মাধ্যমেই ধর্মের গোঁড়ামি কাটানো সম্ভব, বেইজিংকে ভারত
বার্তা সংস্থা ইকনা: এদিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘শান্তির পথই এশিয়ার ঐতিহ্য’, চীনকে আলোচনার বার্তা মোদীর ‘ধর্মীয় গোঁড়ামি কাটানো সম্ভব আলোচনাতেই ৷ এই গোঁড়ামি দুনিয়াজুড়ে বিভেদ তৈরি করছে ৷ বিভিন্ন দেশের মধ্যে বিরোধ তৈরি করছে ৷’

অন্যদিকে, ডোকলামকে কেন্দ্র করে চীন-ভারত সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় চীন-ভারতের রাজনীতিক দিক নির্দেশ নিয়ে বক্তব্য রাখেন সুষমা ৷

সুষমা স্বরাজের কথায়, ‘বন্ধুদেশকে রক্ষা ভারতের কর্তব্য ৷ বিশ্ব এখন ভারতকে অন্য চোখে দেখে ৷ প্রধানমন্ত্রী দেশের এই সম্মান এনেছেন ৷ পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্বের হাত বাড়িয়েছি ৷ কিন্তু বুরহানের মৃত্যুর পর সম্পর্ক বদলে গিয়েছেসন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না ৷ আমাদের সেনাবাহিনী শক্তিশালী ৷ কিন্তু যুদ্ধ কোনও সমাধান নয় ৷ ডোকলাম নিয়ে কোনও সমঝোতা হচ্ছে না ৷ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা চলছে ৷ এর থেকেই সমাধান বেরিয়ে আসবে ৷ আমাদের সময়
captcha