IQNA

ভাল আচরণের মাধ্যমে মানুষকে ইমাম মাহদীর প্রতি আকৃষ্ট করতে হবে

19:17 - September 14, 2017
সংবাদ: 2603828
হে নবী! আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমলচিত্ত হয়েছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে যেত। তাই আপনি তাদের ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কাজেকর্মে তাদের সাথে পরামর্শ করুন, কোন ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকলে আল্লাহর ওপর নির্ভর করুন। যারা আল্লাহর ওপর নির্ভর করে তাদের তিনি ভালবাসেন।
ভাল আচরণের মাধ্যমে মানুষকে ইমাম মাহদীর প্রতি আকৃষ্ট করতে হবে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এই আয়াতে মহানবী (সাঃ)'র শ্রেষ্ঠ গুণ তথা তাঁর সুন্দর ব্যবহারের কথা উল্লেখ করে বলা হয়েছে, আপনার দয়ার্দ্র হৃদয় ও সুন্দর ব্যবহারের কারণেই উগ্র ও যুদ্ধবাজ আরবরা আপনার প্রতি ঈমান এনে আপনার চারপাশে জড়ো হয়েছে। কিন্তু আপনিও যদি আরবদের মতোই উগ্র বা পাষাণ হৃদয় হতেন তাহলে কেউই আপনার কাছে আসতো না, আর যারা ঈমান আনতো তারাও পরে দূরে সরে যেত।

সূরা কালামের ৪ নং আয়াতেও বলা হয়েছে: وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।

সূরা আহযাবের ২১ নং আয়াতেও বলা হয়েছে: لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে।  

দয়া ও কোমল ব্যবহার নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিশেষ উপহার। যারাই উঁচু ও কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল হন তাদের দয়ালু ও কোমল চিত্ত হওয়া উচিত।

যারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা আমাদের অধিকার ক্ষুন্ন করেছে তারা যদি অনুতপ্ত ও লজ্জিত হয়, তাহলে তাদেরকে ক্ষমা করা উচিত।

চিন্তা ও পরামর্শের পরও আল্লাহর ওপর নির্ভর করার বিষয়টি ভুলে যাওয়া উচিত নয়। শাবিস্তান
ট্যাগ্সসমূহ: ইমাম ، মানুষ ، নবী ، আল্লাহ ، ইকনা
captcha